প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৩, ২:২৭ অপরাহ্ণ
ঝিকরগাছায় চা দোকানী অস্ত্রসহ গ্রেফতার

যশোরের ঝিকরগাছা উপজেলার পল্লীতে অভিযান চালিয়ে জিয়া বিশ্বাস (৩২) নামে এক চা দোকানীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬ যশোর।
ঘটনা সুত্রে জানাযায়, বুধবার মধ্যে রাতে ঝিকরগাছা উপজেলার হাজিরাবাগ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং উপজেলার বাঁকড়া বাজারে অবস্থিত হাসপাতাল মাঠের পশ্চিম পাশে তার নিজ চায়ের দোকান থেকে একটি রিভালবার ২টি মোবাইল সেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জিয়া বিশ্বাস ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ গ্রামের ইনাতুল্লাহ বিশ্বাসের ছেলে।
র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে জিয়া নামে একজন অস্ত্র ব্যবসায়ী চায়ের দোকানের আড়ালে অস্ত্র বেচাকেনা করেন। এমন ধরনের খবরে র্যাবের একটি অভিযানিক দল হাজিরাবাগ গ্রামে অভিযান চালিয়ে জিয়াকে গ্রেপ্তার করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি রিভলবার জব্দ করে র্যাব-৬।
র্যাব- ৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, গ্রেপ্তার জিয়া বিশ্বাসের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.