ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
কলাপাড়া স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাহুবলে বিরতিহীন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
কোরবানির পশু জবাইয়ে ইমামদের প্রশিক্ষণ দেবে উত্তর সিটি
কোরবানির আগে ডিএনসিসির ফুটপাত মেরামতের নির্দেশ
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না’
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
পরিচয় মিলেছে নড়াইলে রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত মরদেহটির
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদীর ভাঙনে দিশাহারা কয়েক’শ পরিবার

চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে ২৬ মার্চ বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনওয়াজ।চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তী কমিটির অন্যতম সদস্য গ্লোবাল টেলিভিশনের ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাব শৃঙ্খলা ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ওয়াল্ড প্রেস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক গ্রন্থাগার সম্পাদক ও বর্তমানশৃঙ্খলা ও ব্যবস্থপনা কমিটির সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম,দৈনিক আজাদীর সাবেক বার্তা সম্পাদক এ কেএম জহুরুল ইসলাম।

চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব সভাপতির বক্তব্যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার ইতিহাসকে যতই বিকৃতি করুক নাকেন শহীদ জিয়াকে গণমানুষের হৃদয় থেকে মুছতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়ার জানাযায় চট্টগ্রাম ও ঢাকায় লক্ষ লক্ষ মানুষের ঢলপ্রমাণ করে জিয়া কত জনপ্রিয় ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়েনের সভাপতি ও বাংলাদেশ সংবাদসংস্থা (বাসস) চট্টগ্রামের ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনওয়াজ বলেন, স্বাধীনতা যুদ্ধের সূর্যসন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে নিয়ে ফ্যাসিবাদী হাসিনা সরকার ইতিহাসের বিকৃতি ঘটিয়ে যে নোংরা খেলায় মেতে উঠেছিল স্বাধীনতা যুদ্ধেরনায়কদের নিয়ে এ ধরনের নোংরামী রনজির পৃথিবীর কোথাও খুঁজে পাওয়াযা বেনা।তাদের এতহীন প্রচেষ্টার পরও শহীদ প্রেসিডেন্ট জিয়াকে মানুষের মন থেকে মুছে ফেলতে পারেনি।দেশে যার যেম তাদর্শথাকুকনা কেন বাংলাদেশের স্বাধীনতা ও অখন্ডতার সাথে কোন আপোষ করা যাবে না।

বীর মুক্তি যোদ্ধা মইনুদ্দিন কাদেরী শওকত বলেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধে পেশা জীবিদের মধ্যে সাংবাদিকদের ভূমিকা ছিল অগ্রগণ্য। সাংবাদিক রাযূগপৎ ভাবে মুক্তি যুদ্ধের সময় সশস্ত্র ও কলম যুদ্ধ করেছেন। রণাঙ্গনে অনেক সাংবাদিক পাক বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছেন। অনেকে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত সৃষ্টিতে আলোক উজ্জ্বল ভূমিকা রেখেছেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, নিউজ গার্ডেন সম্পাদক কামরুল হুদা, চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য সাংবাদিক ওয়াহিদ জামান, দৈনিক মানবকন্ঠের সাবেক ব্যুরো প্রধান মোহাম্মদ আলী, বিজনেস বাংলাদেশের ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম, বিজনেস স্ট্যান্ডার্ড এর সিনিয়র রিপোর্টার শাহাদাত হোসেন চৌধুরী, ঢাকা ট্রিবিউনের রিপোর্টার নাসিরুদ্দীন রকি, দৈনিক পূর্বদেশের ক্যামেরা পার্সন জাহেদুল তালুকদার।

শেয়ার করুনঃ