
লক্ষ্মীপুরে এক গৃহবধূকে ধর্ষণের (২৩) অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি জামাল আহমেদ সনিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় নোয়াখালী জেলা শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১১ এর সদস্যরা।
জামাল আহমেদ জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের টুমচর গ্রামের শফি আলমের ছেলে। র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়,গত সোমবার গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে জামাল তাকে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী ডাক-চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যান। এ ঘটনায় রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে