
মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের বাড়াইপাড়া (পশ্চিম কানিপাড়া) গ্রামের সুলতান মিয়ার ছেলে ফজলু মিয়ার গোয়াল ঘর মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হলে নিমিষেই গোয়াল ঘরটি-সহ ৩টি গরু, ১টি ছাগল ও ২৫/৩০ হাঁস-মুরগী পুড়ে ছাই হয়। ফলে, গরু, ছাগল, হাঁস-মুরগিসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধা ৭ ঘটিকায়। এলাকাসী জানায়, ফজলু মিয়া একজন সহজ সরল নিরীহ গরীর মানুষ। ক্ষুদ্র ব্যবসা করে পরিবার-পরিজন নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করছে। বর্তমানে সে নিদারুণ অসহায় হয়ে পরেছে। তাই, তারা সরকারি ভাবে এ নিঃস্ব পরিবারটিকে আর্থিক সহায়তা দাবি জানান।