
গত ২৬ শে মার্চ ২০২৫ বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে খুলনা মহানগরীর গল্লামারি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন, প্রদর্শনী ও স্বাধীনতা দিবস উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার, কেএমপি, মোঃ জুলফিকার আলী হায়দার; রেঞ্জ ডিআইজি,খুলনা মোঃ রেজাউল হক, পিপিএম; পুলিশ সুপার,খুলনা টি,এম, মোশাররফ হোসেন।
অনুষ্ঠানের প্রথমেই জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্যারেড দল পরিদর্শন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধনপূর্বক প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মান্যবর বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। প্যারেড দলসমূহের মার্চ পাস্ট, অতিথিগণ কর্তৃক সালাম গ্রহণ পর সম্মানিত সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম সমাপনী ভাষণের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, খুলনা বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধী সমাজ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।