
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট,(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য র্মযাদায় ২৬ শে র্মাচ মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের
আয়োজনে ভোর ৬টা ২মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ
দিবসের শুভ সূচনা হয়।সকাল ৮ টায় উপজেলা পরিষদ মাঠে অস্থায়ীভাবে র্নিমিতস্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন রাজনৈতিক সংগঠণ,সরকারি, আধা সরকারি ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ৮ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয়পতাকা উত্তোলন করেন উপজেলা র্নিবাহী অফিসার রফিকুলইসলাম।উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে পুলিশ, আনসার, ফায়ার র্সাভিস ও ভিডিপি, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে।
পরে বীর মুক্তি যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংর্বধনা
জ্ঞাপন করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
আব্দুল আল মামুন সরকার, কৃষি র্কমর্কতার রফিকুজ্জামান, ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ নাজমুল হক, পরির্দশক
(তদন্ত) শহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের র্কমর্কতাগন উপস্থিত । এসময় কুচকাওয়াজে অংশগ্রহণ সকল প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। শেষে জাতির শান্তি সমৃদ্ধি,দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও র্প্রাথনা করা।