
রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের কৃষক আলতাফ শাহ হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার আসামিরা হলেন,মোহনপুরের ধুরইল গ্রামের রুস্তম আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও মো.রাসেল (২৪)।
মঙ্গলবার রাত ২টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রাম থেকে র্যাব-১০,সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও র্যাব-৫ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এর আগে ৯ মার্চ থেকে নিখোঁজ ছিলেন কৃষক আলতাফ। এর ছয় দিন পর আলতাফের মাথা থেঁতলানো লাশ পাওয়া যায়।
বুধবার(২৬ মার্চ) দুপুরে র্যাব-১০,সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিদ্দিকুর রহমান সুমন গ্রেফতারের তথ্য জানান।
তিনি জানান,গত ৯ মার্চ রাতে রাজশাহীর জেলার মোহনপুর থানার ধুরইল বিলে ভিকটিম আলতাব হোসেন (৫৩) গভীর নলকূপ (ডিপ) হতে জমিতে পানি নেওয়ার জন্য গেলে আসামী মো. রাসেল (২৪) ও মো. শরিফুল ইসলামসহ (৩৫) অপরাপর আসামীগণ বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে হত্যা হত্যা করে।
এ ঘটনায় ভিকটিমের ছেলে মো.আতাউর রহমান (২৫) রাজশাহী জেলার মোহনপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-৫ ও র্যাব-১০ এর সদস্যরা আসামিদের আইনের আওয়ায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতরাতে ফরিদপুর জেলার সালথা থানাধীন সিংহ পোতাপ এলাকা থেকে রাসেল ও শরীফুলকে গ্রেফতার করা হয়
গ্রেফতার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে