
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিলো শহীদ স্মৃতিম্ভে পুস্পমাল্য অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তেলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, চিত্রাঙ্গণ, রচনা প্রতিযোগীতা, দোয়া মোনাজাত ও আলোচনা সভা।বুধবার ২৬ মার্চ প্রতুষ্যে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ স্মৃতি স্ম্ভেত উপজেলা প্রশাসন, বিএনপি, মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ, আনসার, পৌরসভা, স্বাস্থ্য বিভাগ, সাব-রেজিষ্টার, আমতলী সরকারী কলেজ, পল্লীবিদ্যুৎ, বিভিন্ন সরকারী ও বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান, আমতলী রিপোর্টার্স ইউনিটি, আমতলী উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্তবক অর্পণ করেছে। পরে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম তালুকদার, বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী থানার ওসি আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হক কাওসার প্রমুখ।