ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

সংবাদ সম্মেলন করে ভুয়া কমিটি ঘোষণার অভিযোগ

সাংগঠনের নিয়মনীতির তোয়াক্কা না করে নিজেদের মনগড়া নিয়মে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালীর কোম্পানীগঞ্জ শাখার নাম ভাঙ্গিয়ে ভুয়া কমিটি ঘোষণার অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ মার্চ) সকালে নতুন ঘোষিত কমিটি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এ কমিটিকে ভুয়া কমিটি হিসেবে আখ্যায়িত করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো.নাসিম ফারুকী। তিনি বলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ শাখার বহাল থাকা বৈধ কমিটিকে বিতর্কিত করতে গতকাল মঙ্গলবার ২৫ মার্চ বিকেলে আরেকটি অস্থায়ী কমিটি ঘোষণা দেওয়া হয়। যারা এ কমিটি ঘোষণা করেছে তারা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য না।

খোঁজ নিয়ে যায়,৪ বছর আগে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখা কোম্পানীগঞ্জ উপজেলায় একটি কমিটি ঘোষণা করে। ওই কমিটিতে কোম্পানীগঞ্জ শাখার সভাপতি হিসেবে লুৎফুল্লাহিল ও সাধারণ সম্পাদক হিসেবে ওমর ফারুক দায়িত্ব পালন করছেন। গত ২ মাস ধরে শিক্ষক আব্দুল মান্নান, নুর ইসলাম, ফরিদ আহমেদ, নুরউদ্দিন, আব্দুল হালিমসহ আরো অনেককে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ শাখার নতুন কমিটি ঘোষণার জন্য জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করেন। তবে জেলা কমিটি নানা কারণে এখনো নতুন কোনো কমিটি ঘোষণা দেয়নি। জেলা কমিটি সহসায় তাদেরকে গঠনতন্ত্র মেনে নতুন কমিটি দেওয়ার কথা বলে। একপর্যায়ে, জেলা কমিটিকে উপেক্ষা করে মঙ্গলবার বিকেলে উপজেলার বসুরহাট বাজারের একটি রোস্তোরাঁয় সংবাদ সম্মেলন ডাকে। সেখানে নিজেরা নিজেরা বামনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ আহমেদকে সভাপতি ও মধ্য পূর্ব চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার অস্থায়ী কমিটি ঘোষণা করে।

এই কমিটিতে সভাপতি পদ দাবি করা শেখ ফরিদ আহমেদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের কাছে ফোনে তাদের কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন করলে তারা বলেন, আমরা জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে বহুবার যোগাযোগ করে নতুন কমিটি চেয়েছি। আমাদেরকে নানা অজুহাতে ঘুরাতে থাকে। পরে আমরা কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করে নতুন কমিটি ঘোষণা করি। অপর এক প্রশ্নের জবাবে তারা জেলা কমিটির সভাপতির অভিযোগ নাকচ করে দিয়ে তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি মো.নাসিম ফারুকী আরো বলেন, আমরা কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করেছি তারা নতুন অস্থায়ী কমিটি ঘোষণার বিষয়ে কিছুই জানেনা। যারা নতুন কমিটি ঘোষণা করেছে তারা কোন শিক্ষক সুলভ আচরণ করেনি। এই কমিটির কোন ভিত্তি নেই।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ