ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই : ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একটি মহল সংস্কারের নামে নির্বাচনকে আটকে দিয়ে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায়। এই ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হলে আমাদের আরও সতর্ক থাকতে হবে।গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই।সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। সংস্কার ও নির্বাচন আপন গতিতে চলা উচিত। একটির জন্য আরেকটিকে থামিয়ে রাখা যাবে না। দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা জনগণের দাবি। তাই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনে অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে।

তিনি মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে নগরীর কাজীর দেউরী মোড়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে পথচারী ও অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কো‌তোয়ালী থানা যুবদ‌লের সা‌বেক সদস‌্য স‌চিব মো. হাসা‌নের সভাপ‌তি‌ত্বে ও যুবদল নেতা মাঈনু‌দ্দিন খান রা‌জি‌বের প‌রিচালনায় এতে বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম আহব‌ায়ক ইয়া‌ছিন চৌধুরী লিটন, সদস‌্য ম‌সিউল আলম স্বপন, মহানগর ম‌হিলা দ‌লের সভাপ‌তি ম‌নোয়ারা বেগম ম‌নি, মহানগর যুবদ‌লের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক এমদাদুল হক বাদশা।

ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতি এবং রাষ্ট্রের পরিবর্তন আনতে চান। এ জন্যই তিনি রাষ্ট্র সংস্কারে ৩১ দফা উপস্থাপন করেছেন। ৩১ দফার বাইরেও যদি রাষ্ট্রসংস্কারের ভালো কোনো প্রস্তাব থাকে তাহলে তাও তিনি গ্রহণ করতে প্রস্তুত। বিএনপি রাষ্ট্র সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাল্লাহ জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্র সংস্কার করবে।

তিনি বলেন, আমরা অন্তর্র্বতীকালীন সরকারকে স্পষ্ট বলতে চাই, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন। এদেশের জনগন দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগনকে তাদের ভোটাধিকার ফেরত দিন, রাষ্ট্রের মালিনা বুঝিয়ে দিন। জনগনের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সংস্কার করবে।

আবুল হাশেম বক্কর বলেন, বিগত আওয়ামী সরকারের সময়ে বিএনপি নেতাকর্মীরা রাজপথে রক্ত দিয়েছে, জেলে গিয়েছে, অনেক নেতাকর্মী প্রাণ হারিয়েছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিনত হয়েছে। এজন্য বিএনপিকে ভাঙতে পারে নাই। বিএনপি আজ অনেক শক্তিশালী। বিএনপিকে যারাই ধ্বংস করতে চেয়েছে, তারাই ধ্বংস হয়েছে। বিএনপি কোথায় আর যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা আজ কোথায়? তাই বিএনপিকে থামানোর চেষ্টা করবেন না। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনগণের সংসদ দেখতে চায়। বিএনপি বিগত দিনে অনেক ত্যাগ শিকার করেছে। প্রয়োজনে আবারও ত্যাগ শিকার করতে প্রস্তুত।

এ‌তে আ‌রো বক্তব‌্য রা‌খেন মহানগর যুবদ‌লের সা‌বেক নেতা না‌ছির উ‌দ্দিন চৌধুরী না‌ছিম, আ‌মিন উল্লাহ, ইসমাইল হো‌সেন লেদু, মো. সে‌লিম, আবদুল্লাহ আল মামুন জিতু, আবুল হো‌সেন, জ‌সিম উ‌দ্দিন, মো. আ‌লি, মো. মিঠু, সাইফুল ইসলাম, জা‌হিদ হো‌সেন, কামরুল ইসলাম কুতুবী, মো. রু‌বেল প্রমূখ।

শেয়ার করুনঃ