
রাসেল আহমেদ, হোমনা প্রতিনধি: কুমিল্লার হোমনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোমনা উপজেলা শাখার আয়োজনে হোমনা কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ ইফতার মাহফিলে হোমনা উপজেলার প্রশাসনিক, রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক মন্ডলী, স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ ও হোমনা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষজন অংশ গ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, এদেশের মানুষ নিজের জীবন কে বাজি রেখে স্বৈরাচার হতে দেশকে রক্ষা করে। ভবিষ্যতে ও দেশের মানুষের এই একতা ও সংহতি সর্বদা বজায় রাখতে হবে। যাতে করে সকল প্রকার অন্যায়, অনিয়ম, দুর্নীতি, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়াতে পারে।
এসময় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্বরণে এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।