
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নোয়াখালীতে দোয়া মাহফিল ও গণ-ইফতারের আয়োজন করেছে ছাত্রদল।
মঙ্গলবার (২৫ মার্চ) বাদ আছর জেলা শহরের মাইজদী-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছিন্নমূল, পথচারী, রিক্সা-অটোরিক্সা ও সিএনজি চালকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে ইফতার বিতরণ শেষে পিটিআই মাঠে দোয়া মাহফিল ও ইফতারে অংশ নেয় ছাত্রদল নেতাকর্মীরা।
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো. নাজমুল ইসলাম জিকু এই দোয়া মাহফিল ও গণ-ইফতারের আয়োজন করেন। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বাংলাদেশের জন্য দেশমাতা বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। জাতি তাঁর এবং তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞ। আমরা তাঁর শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করি, তিনি যেন সুস্থতার সহিত দ্রুত দেশে ফিরে আসতে পারেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করছি। এসময় তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত নেতাকর্মীদের পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো. নাজমুল ইসলাম জিকু।
দোয়া মাহফিল ও ইফতার শেষে ছাত্রদল নেতাকর্মীরা পিটিআই মাঠ থেকে ইফতারের প্যাকেজিংয়ের বর্জ পরিষ্কার করে নিদিষ্ট সংরক্ষিত স্থানে রাখেন।