ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

কলাপাড়ায় কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সহ-সম্পাদক পদ থেকে অব্যাহতি নিলেন ‘নেছারউদ্দিন আহমেদ’

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কলাপাড়ায় ঐতিহ্যবাহী শতবর্ষী ধমীয় প্রতিষ্ঠান কেন্দ্রীয় জামে মসজিদের নবনির্বাচিত কমিটির সহ-সম্পাদক পদ থেকে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক নেছার উদ্দিন আহমেদ টিপু অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। তিনি সোমবার (২৪ মার্চ) মসজিদ কমিটির সভাপতি ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলামের কাছে তার অব্যাহতিপত্র জমা দিয়েছেন।পতদ্যাগপত্রে জনাব টিপু উল্লেখ করেছেন, আসলে এমন ধর্মীয় প্রতিষ্ঠানের এসব পদগুলোতে আমাদের মত সাধারণ পর্যায়ের কোনো মানুষের থাকা সমীচিন নয়। বিগত দিনগুলোতে আলেম ওলামাদের পরিবর্তে সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সমন্বয়ে কমিটি গঠণ করা হয়েছে। এখনও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। তিনি মনে করেন, সমাজের প্রতিষ্ঠিত যারা আলেম এবং যাদের ইসলাম ও ধর্ম সম্পর্কে উচ্চ জ্ঞান রয়েছে সেসব পর্যায়ের ব্যক্তির সমন্বয়ে কলাপাড়া উপজেলার ঐতিহাসিক প্রতিষ্ঠান কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন করা উচিৎ। এভাবে কমিটি গঠন করলে সাধারণ মুসল্লীর কাছে বিষয়টি গ্রহণযোগ্য হবে।
উল্লেখ্য গত ৭ মার্চ এই মসজিদের কমিটি ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। যেখানে নেছারউদ্দিন আহমেদ টিপুকে সহ-সম্পাদক রাখা হয়েছে। অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারকে সাধারণ সম্পাদক, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল ইসলাম ও বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুকে সহ সভাপতি, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শফিকুল হক পনিরকে কোষাধ্যক্ষ করে কমিটি ঘোষণা করা হয়। এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও আওয়ামী লীগ দলীয় উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ পদে রেখে কমিটি গঠণ করা হয়েছে। সাধারণ মুসল্লীদের অংশগ্রহণ থাকে শুধু সদস্য পদে। তাও দুই-এক জন। এই কমিটি গঠন নিয়ে সবসময় সাধারণ মুসল্লীদের মধ্যে এক ধরনের নৈতিবাচক আলোচনা শোনা যায়। এর আগে থাকা কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে মসজিদের জমিজমা বেহাত, আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এনিয়ে একাধিক মামলা পর্যন্ত চলমান রয়েছে। এরই মধ্যে নেছারউদ্দিন আহমেদ টিপুর দায়িত্ব থেকে অব্যাহিতপত্র দেওয়ায় মুসল্লীসহ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।মসজিদ কমিটির সভাপতি ও ইউএনও মো. রবিউল ইসলাম অব্যাহতিপত্র পেয়েছেন বলে নিশ্চিত করেছেন। এবিষয়ে পরবর্তী সভায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন।

শেয়ার করুনঃ