
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:কুমিল্লার হোমনায় প্রয়াত উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসাদপুর ইউনিয়ন পরিষদ তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম আমজাদ হোসেন সরকারের রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৪ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় পাথালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা আছাদপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এবং মরহুম আমজাদ হোসেন সরকারের সুযোগ্য সন্তান এবং ওয়ার্ড বিএনপির সদস্য মো. আমিরুল হোসেন সরকারের সার্বিক তত্ত্বাবধানে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাকির হোসেন মেম্বারের সভাপতিত্বে স্মৃতিচারণ নিয়ে বক্তব্য রাখেন আছাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল গনি, উপজেলা কৃষক দলের সভাপতি মো. জহিরুল ইসলাম জগরুল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মেজবাহ উদ্দিন সরকার, আমির হোসেন মেম্বার, মো. মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহজালাল, ইউনিয়ন বিএনপির যুবদলের যুগ্ন আহবায়ক রেজাউল করিম, ওয়ার্ড বিএনপির যুগ্ন আহবায়ক তোফাজ্জল হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন।