
মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ফুলবাড়ী সকল সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১২.৩০ মিনিট উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী গত ১৯ মার্চ ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেব যোগদান করেন, তার দাপ্তরিক কাজের গতিবৃদ্ধি ও সরকারী সেবাদান সহজ করার লক্ষে তিনি বিভিন্ন অংশিজনের সাথে এ মতবিনিময় করেন।সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগতা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, সাধার সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওয়াহেদুল ইসলাম ডিফেন্স, দৈনিক সমকাল এর প্রতিনিধি আজিজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু শহীদ, যায়যায়দিন এর প্রতিনিধি রজব আলী, সাপ্তাহিক ফুলবাড়ী বার্তা পত্রিকার সম্পাদক তাজমিলুর রহমান নয়ন, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুনুর রশিদ, ,অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির সরকার, সাংবাদিক খাজানুর হায়দার লিমন, থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম, সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক আলামিন বিন আমজাদ এ সময় উপজেলার অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।