
শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার এজাহারভুক্ত আসামি শ্রমিকলীগ নেতা সেলিম মিয়াকে গ্রেপ্তার করছে পুলিশ ।
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এসআই সাহানুর এর নেতৃত্বে উপজেলার আন্দিউড়া ইউপি’র মীরনগর গ্রামের তার নিজ বাড়ি থেকে সেলিম মিয়াকে গ্রেফতার করেন । সেলিম মিয়া মাধবপুর উপজেলা শ্রমিকলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক । এর আগে একই দিনে মাধবপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি ও বহরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ হরিশচন্দ্র দেব এবং চৌমুহনী ইউপির ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিদ মিয়াকে গ্রেফতার করেন ।
এসআই সাহানুর জানান, মোঃ সেলিম মিয়া গত আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার এজাহারভুক্ত ১১ নং আসামি। তাকে আদালতে প্রেরণ করা হবে ।