
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।
২৪ মার্চ সোমবার দুপুর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে নানা শ্রেণী পেশার নারী- পুরুষের মাঝে ট্রাক সেলের টিসিবির পণ্য বিক্রয় করা হয়। এসময় ক্রেতা সাধারণ ( ২ লিটার তেল ২০০ টাকা, ডাল ২কেজি ১২০ টাকা ও ১ কেজি চিনি ৭০ টাকা) প্যাকেজ ৩৯০ টাকা দিয়ে লাইনে সাড়ি বদ্ধভাবে দাড়িয়ে সংগ্রহ করেন। মানুষ জন এসময় ট্রাক সেলের টিসিবির পণ্য ক্রয় করতে পেরে বেজায় খুশি হয়েছেন এমনটাই লক্ষ করা গেছে।
উক্ত সময় এ স্হানে বিসমিল্লাহ স্টোর্স – প্রোপাইটর – আবদুর রাজ্জাক, পটুয়াখালী পুরান বাজার তিনি টিসিবির ডিলার হিসেবে উপরোক্ত পণ্য সামগ্রী শান্তি পূর্ণ ভাবে বিক্রয় করেছেন বলে জানা গেছে।প্রসঙ্গত: এ দিন মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ৪০০ শত জন সুবিধা ভুগী নগদ অর্থ দিয়ে টিসিবির পণ্য ক্রয় করেন বলে জানা গেছে।