ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পূর্ব শত্রুতার জেরে অটোরিক্সা চালক হত্যা,গ্রেফতার ২
পিলখানা হত্যাকাণ্ড: ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবি বিডিআর সদস্যদের
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ

সাবেক মন্ত্রী চৌধুরী কামলা ইউসুফের সহধর্মিণীর মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল

ফরিদপুরে হাজার হাজার মানুষের সমাগমে ফরিদপুরের গণমানুষের নেতা সাবেক এমপি, মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর সহধর্মীনী ও জাতীয়তাবাদী মহিলাদলের যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ এর মমতামায়ী মা শায়লা কামলের মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদ এর আয়োজনে চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি এবং বিশিষ্ট শিক্ষাবিদ ‌ অধ্যাপক ‌ এম এ সাত্তারের সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ এর সঞ্চালনায় আজ সোমবার বিকেলে ফরিদপুরের ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রঙ্গনে এই দোয়া ও ইফতার মাহফিলেও আয়োজন করা হয়।

উক্ত ইফতার মাহফিলেও বক্তব্য রাখেন বাংলাদেশ ‌ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ,জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ঈসা, মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাঈয়ুম জঙ্গী, কামাল ইউসুফের কন্যা সাদাব ইউসুফ‌‌, জেলা
বিএনপি’র সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, বাংলাদেশ যুব দলের কেন্দ্রীয় কমিটির ‌ সাবেক সহ-সভাপতি ‌ মাহবুবুল হাসান পিংকু ভূঁইয়া ‌, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এবি সিদ্দিকী মিতুল, জামায়াতে ইসলামী ‌ ফরিদপুর জেলা শাখার নায়েবে আমির আবু হারিজ মোল্লা‌, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমজাদ হোসেন, ইমাম কল্যাণ সমিতি এর সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ , জেলা যুবদলের সাধারণ সম্পাদক ‌ জাহাঙ্গীর হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি মুনিব হোসেন সোহাগ, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু,কৃষক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন,
জাতীয়তাবাদী দলের সদস্য রশিদুল ইসলাম লিটন, বিএনপি নেতা আব্দুল লতিফ, নগরকান্দা বিএনপি নেতাকে এম জাহাঙ্গীর, সাবেক এমপি‌ খন্দকার নাসিরুল ইসলাম সহ প্রমূখ।

এই সময় বক্তব্যরা সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিণীর গুনাবলি তুলে ধরে বলেন
মানুষের শ্রদ্বা, ভালবাসা টাকা ও ক্ষমতার দাপটে কেনা যায় না, কি ভাবে সেটা অর্জন করতে হয় আজ এই ইফতার মাহফিলে মানুষের উপস্থিতি সেটা প্রমান করে।এই ঐতিহাসিক পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরেই ফরিদপুরের জনগণের পাশে থেকে তাদের সেবা করে আসছে বলে উল্লেখ করেন। ভবিষ্যতেও তারা সাধারণ জনগণের পাশে থেকে সেবা প্রদান করবে সেই আশা ব্যক্ত করেন।

আলোচনা শেষে চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিণী ও চৌধুরী নায়াব ইবনে ইউসুফ এর মমতাময়ী “মা” শায়লা কামালের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়৷ এছাড়া বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং দেশনায়ক তারেক রহমান যাতে সুস্থ শরীরে দেশে ফিরে দেশের হাল ধরতে পারেন সেজন্য দোয়া করা হয়৷ এছাড়া বাংলাদেশ ৫-আগষ্টের পর স্বৈরাচার মুক্ত হলেও ষড়যন্ত্র এখনো থেমে নেই। দেশী-বিদেশী ষড়যন্ত্রকারী এবং স্বৈরাচারের দোসররা গনতন্ত্রকে ব্যাহত করার জন্য, নির্বাচনকে বানচাল করা এবং সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সবাইকে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান জানানো হয়৷
অনুষ্ঠানে পরবর্তীতে ‌ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শামসুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান। ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়া ‌ সাধারণ জনগণ ও উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ