
হবিগঞ্জের মাধবপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি ডাঃ হরিশচন্দ্র দেব সহ ২ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
রবিবার (২৩ মার্চ) দিবাগত রাত ১টার দিকে থানা পুলিশ অভিযান (অপারেশন ডেভিল হান্ট) পরিচালনা করে মাধবপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি ও বহড়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ডাঃ হরিশচন্দ্র দেব (৭০)কে মনতলা নিজ বাসা থেকে ও চৌমুহনী ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিদ মিয়া (৫০)কে তিনগাঁও থেকে গ্রেপ্তার করেন ।
এসআই সাহানুর জানান, গ্রেফতারকৃত দুজনকে গত আগস্ট এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে । গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।