
বাংলাদেশ জন-অধিকার পার্টির (পিআরপি) নোয়াখালী জেলার ৩৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে মো. আবদুল মান্নানকে সভাপতি ও মো. মওদুদ আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়।
সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ জন-অধিকার পার্টির (পিআরপি) চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল সম্রাট ও মহাসচিব (সাংগঠনিক) মো. তাওহিদুল ইসলাম এই কমিটির অনুমোদন দেন। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পিআরপি’র দপ্তর সম্পাদক নাদিম খান নিলয়।
কমিটিতে মো. নজরুল ইসলাম ইউসূছকে সিনিয়র সহসভাপতি, মো. সাইফল ইসলাম মোহনকে সহসভাপতি, মো. সাইফল ইসলাম নিরবকে যুগ্ম সাধারণ সম্পাদক, তোফাজ্জল হোসেনকে সাংগঠনিক সম্পাদক, মো. মহিন উদ্দিনকে দপ্তর সম্পাদক, মো. তাওহিদুল ইসলামকে প্রচার সম্পাদক, এমদাদ উল্যাকে সহ-প্রচার সম্পাদক, মাকসুদ আলমকে শিক্ষা-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, এডভোকেট মো. ইমরান হোসেনকে আইন সম্পাদক, নূর মো. রকিকে যুব ও ক্রীড়া সম্পাদক, ফারজানা আক্তারকে মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, মারজাহান বেগমকে সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ ফেব্রুয়ারী ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ২০২৪ এর জুলাই-আগষ্টের গণআন্দোলনে সরাসরি নেতৃত্ব দিয়ে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারী ঢাকার রমনা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে বাংলাদেশ জন-অধিকার পার্টি (পিআরপি) একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। এই রাজনৈতিক দলের সকল সদস্য ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই-আগষ্টের গণআন্দোলনে সরাসরি নেতৃত্ব দিয়েছিল।