
নড়াইল জেলা প্রতিনিধি:’প্রতিশ্রুতি, বিনিয়োগ ও সরবাদান দ্বারা, সম্ভব হবে যক্ষামুক্ত বাংলাদরশ গড়া’ এই প্রতিপাদ্য নিয়ে নড়াইলে বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়েছে। নড়াইল জেলা সাস্থ বিভাগের আয়োজনে এ দিবসটি পালিত হয়। সোমবার (২৪ মার্চ) সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সুমিত্রা আবাসিক হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. আব্দুর রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাড. এস এম আব্দুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ডা. আলিমুজ্জামান সেতুসহ আরও অনেকে। এ সময় চিকিৎসক, সাংবাদিক, ইমামসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।