আমতলী(বরগুনা)প্রতিনিধি : বরগুনার আমতলীতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমতলী উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৩ মার্চ) বিকালে চৌরাস্তার রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওঃ ইলিয়াছ হোসাইন এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মোফাজ্জল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলা শাখার আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওঃ মহিব্বুল্লাহ্ হারুন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলা শাখার জেনারেল সেক্রেটারী আসাদুজ্জামান আল মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলা শাখার সহকারী সেক্রেটারী মাওঃ আবদুল মান্নান, বরগুনা জেলা শাখার শুরা কার্যপরিষদ সদস্য ও প্রচার মিডিয়া সম্পাদক মুহাম্মদ আবদুল মালেক, দৈনিক বরিশাল ও ভোরের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির বরগুনা জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান আকন, উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, ইসলামি আন্দোলন আমতলী উপজেলা শাখার সেক্রেটারি মোঃ কামরুজ্জামান জুয়েল প্রমুখ।বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস।এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগির মাধ্যমে আল-াহর নৈকট্য লাভ করা সম্ভব। তারা আরও বলেন, ইসলামের অন্যতম বিধান জাকাত শুধু দান-সাদকার মধ্যে সীমাবদ্ধ নয়,বরং এটি সমাজে অর্থনৈতিক ভারসাম্য ও.ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ধনী-গরিবের মাঝে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার জন্য জাকাতের গুরুত্ব অপরিসীম।বক্তারা ইসলামি মূল্যবোধ চর্চা ও সমাজে ন্যায়ভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রমজান আমাদের সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। তাই এ মাসে নিজেকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করা এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ানো প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের দায়িত্ব। এছাড়াও বক্তারা বলেন, দেশ ও জাতির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তা মোকাবিলা সকলে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তারা।
আলোচনা সভার শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।