
ঢাকার মিরপুরের আলোচিত রনি হত্যা মামলার আসামি সোহেল ওরফে ডিজে সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে শাহআলী থানা পুলিশ।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,শনিবার ঢাকার কেরানীগঞ্জ থেকে সোহেলকে গ্রেফতার করা হয়েছে। তিনি রনি হত্যা মামলার আসামি।
জানা গেছে, গেল ১৭ মার্চ মাদকের টাকা ভাগাভাগি নিয়ে শাহআলী থানাধীন রাসেল পার্কের সামনে রনি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই সোহেল ওরফে ডিজে সোহেলসহ পাঁচ জনের বিরুদ্ধে রাজধানীর শাহআলী থানায় একটি হত্যা মামলা হয়। মামলায় সোহেলকে ৩ নম্বর আসামি করা হয়।
আরও জানা গেছে, সোহেলের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও একাধিক মাদক মামলা রয়েছে। নাচ গানে জড়িত থাকায় এই মাদক ব্যবসায়ীকে স্থানীয়রা ডিজে সোহেল বলেই চেনেন। হত্যা মামলার পরই পলাতক ছিলেন ডিজে সোহেল।
ডিআই/এসকে