
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যুবলীগ নেতা রবিউল আলম শিমুল ঢাকা থেকে গ্রেফতার হয়েছেন। শনিবার রাতে রাজধানীর বাংলাবাজার এলাকা থেকে সূত্রাপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
রবিবার (২৩ মার্চ) রাতে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় শনিবার রাত ২টার দিকে বাংলাবাজার এলাকা থেকে যুবলীগ নেতা রবিউল আলম শিমুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান সূত্রাপুর থানার ওসি।
ডিআই/এসকে