
নওগাঁর আত্রাইয়ে ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামি আত্রাই উপজেলা শাখার পক্ষ থেকে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (২৩ মার্চ)২০২৪-এর জুলাই আন্দোলনে শহীদ শেখ ফাহমিন জাফর ও মোহাম্মদ শাকিল আনোয়ারের
পরিবারকে দলীয় কার্যালয়ে নগদ ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।শহীদ শেখ ফাহমিন জাফর ও মোহাম্মদ শাকিল আনোয়ার ২৪
জুলাই আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন। তাদের আত্মত্যাগকে স্মরণ করে জামায়াতে ইসলামী এই সহায়তা প্রদান করে। সংগঠনের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতিও জানানো হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি পদপ্রার্থী ও নওগাঁ জেলা কর্ম পরিষদের সদস্য পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলামের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার নায়েবে আমির মোঃ মোহিউদ্দিন।তিনি তার বক্তব্যে শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা শাখার জামায়াতে ইসলামীর আমীর মোঃ আসাদুল্লাহ আল-গালিব এবং সেক্রেটারি তোজাম্মেল হক প্রমুখ।