
রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকায় ৬০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আসামির নাম,জসিম মিয়া (৩৮)।
রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে র্যাব-১০,সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে। গ্রেফতারকালে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।
এদিন রাতে র্যাব-১০,সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিদ্দিকুর রহমান সুমন এসব তথ্য জানান।
তিনি জানান,আজ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়লন্দঘাট থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে প্রাইভেটকার নিয়ে মাদক বহনকালে আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা
মূল্যমানের ৬০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম জসিম বিশ্বাস (৩৮)। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার ফাকু বিশ্বাসের ছেলে। গ্রেফতারের সময় তার নিকট হতে মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
র্যাব জানায়,গ্রেফতার আসামী পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত প্রাইভেটকারে করে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাটসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।
ডিআই/এসকে