ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান
ছাত্র আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিককে সাবেক সেনা কর্মকর্তার হুমকি

পঞ্চগড়ে জিনের মাধ্যমে গুপ্তধন দেওয়ার প্রতিশ্রুতি, দুই প্রতারক আটক

মোঃ মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় জেলা প্রতিনিধি।।
পঞ্চগড়ে জিনের মাধ্যমে গুপ্তধন দেওয়ার লোভ দেখিয়ে দুই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার সময় দুই প্রতারক কে আটক করেছে পুলিশ।

রবিবার (২৩ মার্চ) ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাকপাড়া এলাকায় বাচু মিয়া (৩২) ও মোঃ সাইদুল ইসলাম (৩৫) নামে প্রতারণার সময় আটক করে পুলিশ। এর আগে জিনের মাধ্যমে কাকপাড়া এলাকার মৃত সবির উদ্দিনের ছেলে আব্দুর রহমানের কাছে স্বর্ণালঙ্কার ও গুপ্তধন দেওয়ার লোভ দেখিয়ে দুই লক্ষ টাকা দাবী করে ওই দুই প্রতারক

দাবীকৃত টাকা নিতে বাড়িতে আসলে নকল স্বর্ণালংকার সহ তাদেরকে আটকে রেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে ওই দুই প্রতারককে আটক করে পুলিশ। বাচু মিয়া একই উপজেলার মীরগর মালীপাড়া এলাকার মৃত অসীম উদ্দিনের ছেলে। ও সাইদুল নতুনহাট কাক পাড়া এলাকার বাসিন্দা। মোবাইল ফোনে জিনের বাদশা পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছে একটি চক্র। এই চক্রের সদস্যরা সাধারণ মানুষকে টার্গেট করে গভীর রাতে মোবাইল ফোনে কল দিয়ে থাকে। পরে কৌশলে বিভিন্ন কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে থাকে।

স্থানীয় ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম জানান,জিনের মাধ্যমে এর আগেও প্রতারণা করে টাকা নিয়েছিল। আজকে আবার নকল স্বর্ণালঙ্কার দিয়ে টাকা নিতে গেলে গ্রামবাসীর মিলে তাদের কে আটকে রেখে পুলিশে খবর দেয়।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি আব্দুল্লাহ হিল জামান দুই প্রতারক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইজনকে আটক করা হয়েছে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুনঃ