
স্টাফ রিপোর্টার আলিফ হোসেন: মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়কের পাশে চলছে অবৈধ ড্রেজার বানিজ্য হুমকির মুখে সরকারি রাস্তা। মাওয়া থেকে ড্রাম ট্রাকে বালু এনে রাস্তার পাশে ড্রেজার স্টেশনে ফেলে দিন-রাত সমান তালে ভরাট বাণিজ্য করার অভিযোগ উঠেছে তন্তর ইউনিয়নের এসডো ও তার ছেলে আনাস এর বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রীনগর থেকে তন্তর যাওয়ার সড়কে পাড়াগাও এলাকায় রাস্তার পাশে অবৈধভাবে ড্রেজার স্থাপন করে মাছ চাষের পুকুর ভরাট করা হচ্ছে। যেখানে সেখানে ড্রেজার ব্যবসায়ীরা সড়কের পাশে অবৈধভাবে ড্রেজার স্থাপন করে ভোগান্তির সৃষ্টি করছে। ড্রেজার ব্যবসায়ীরা একদিকে যেমন সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের ব্যাপক ক্ষতিসাধন করছে, অপরদিকে সরকারের নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে মাছ চাষের পুকুর ভরাট করছে। স্থানীয়রা জানান,সড়কের পাশে ড্রেজার স্টেশন স্থাপনের ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ। এসব স্থানে ড্রাম ট্রাক আনলোডের কারণে সড়ক জুড়ে বালুর স্তর জমে থাকায় অন্যান্য যান চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।এ বিষয়ে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হাবীব বলেন,আমি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।