
মোঃ ফিরোজ আহমেদ স্টাফ রিপোর্টার :নওগাঁতে ইসলামিক ফাউণ্ডেশন এর শিক্ষক,শিক্ষিকা,জিসি,এমসি,সুপারভাইজার দের মানববন্ধন অনুষ্ঠিত। নওগাঁতে ইসলামিক ফাউণ্ডেশন এর শিক্ষক,শিক্ষিকা,জিসি,এমসি,সুপারভাইজার দের আজ রবিবার ২৩মার্চ২০২৫ সকাল টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার,ফিল্ম সুপারভাইজার গণ। সকলের দাবি ইসলামিক ফাউণ্ডেশনের সকল গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ইসলামিক ফাউন্ডেশন এর সকল শিক্ষক-শিক্ষিকা সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, ফিল্ম সুপারভাইজারসহ সবার বেতন বৃদ্ধি ও ঈদুল ফিতরের পূর্বে প্রদান করতে হবে।ইমামদের চোখের পানি ঝড়লে,আমাদের ৫ দফা দাবি মানতে হবে মানতে হবে।দাবিগুলো ১/মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর অষ্টম প্রকল্প মাহে রমজানের মধ্যে অনুমোদন করতে হবে.২/বেতন বৃদ্ধি সহ ঈদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন প্রদান করতে হবে.৩/প্রকল্প স্থায়ীকরণ করতে হবে আউটসোর্সিং এ দেওয়া যাবে না।
৪/শিক্ষক-শিক্ষিকা গণের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তর এর সুযোগ প্রদান করতে হবে.৫/ শিক্ষক শিক্ষিকাগন অসুস্থ কিংবা মৃত্যুবরণ করলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান করতে হবে।সকলের পক্ষ থেকে ডিসি স্যারকে সারক লিপি প্রদান করেন স্যার সবাইকে সান্তনা প্রদান।