ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’
৪০ বছর পরে গুণীজন সংবর্ধনা
নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
পটুয়াখালীতে কারারক্ষীর জানাজায় উপস্থিত হলেন অতিরিক্ত কারা মহা পরিদর্শক
পূর্ব মালঞ্চ মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন :সভাপতি হাসান, সম্পাদক লতিফ
সীমান্তে বাংলাদেশী ভেবে বিএসএফের গুলি ভারতীয় নাগরিকের মৃত্যু
নৌকার উপর গান বাজিয়ে অস্ত্র প্রদর্শন-নাচানাচি: সেনা অভিযানে ডেঞ্জার গ্যাংয়ের ১৬ সদস্য আটক
শ্রীনগরের কুকুটিয়া ইউনিয়ন বিএনপি’র ঈদ পুনর্মিলনী
রাজবাড়ীর ক্লুলেস হত্যা মামলার আসামী সুবর্ণচরে গ্রেফতার
রায়পুরে জামায়াত কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের নিয়ে ওসির মাদক বিরোধী প্রচারণা
লক্ষ্মীপুরে বিএনপি নেতা উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মোহাম্মদপুরে সাড়াশি অভিযান,গ্রেফতার ৬
বনশ্রীতে নারী সাংবাদিককে যৌন হয়রানি-হেনস্তা, গ্রেফতার ৩

আত্রাইয়ে ৪ কিলোমিটার রাস্তা পাকা করণের অভাবে দুর্ভোগের শিকার হাজারো পরিবার

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) থেকে: নওগাঁর আত্রাইয়ে ৪ কিলোমিটার রাস্তা পাকা করণের অভাবে দুর্ভোগের শিকার হাজার হাজার মানুষ। রাস্তাটি পাকা না হওয়ায় যুগ যুগ ধরে অবহেলিত হয়ে পড়ে রয়েছে ওই এলাকার কয়েক গ্রামের মানুষ।

জানা যায়,আত্রাই উপজেলার হাটকালুপাড়া মধ্যেপাড়া পাকারাস্তা থেকে হুলিখালী সুইচগেট পর্যন্ত রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন চলাচল করে থাকেন। হাটকালুপাড়া গ্রামের প্রায় ৪ কিলোমিটার কাঁচা রাস্তা নিয়ে দীর্ঘ ৩০ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

এ রাস্তাটি হাটকালুপাড়া গ্রামবাসীর যোগাযোগের প্রধান মাধ্যম হলেও রাস্তাটির বেহাল দশার কারনে তাদের জীবন যাত্রা দুর্বিসহ হয়ে পড়েছে।এলাকাবাসী জানান,প্রায় ৩০ বছর আগে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ফকিন্নি নদীর বন্যার পানি রোধে বেরি বাঁধ নির্মাণ করা হয়।

এ বেরি বাঁধটিই বর্তমানে এলাকাবাসীর যোগাযোগের রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাস্তার পূর্ব পার্শ্বে বিলসতীবিলের হাজার হাজার বিঘা জমিতে কৃষকরা ফসল ফলান। কিন্তু রাস্তা পাকা না হওয়ায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে যেতে হয় দ্বিগুণ খরচ দিয়ে।

রাস্তাটি পাকা করন করা হলে হাটকালুপাড়া,হুলিখালি, মীরপুর,বাজারপাড়া,ফতেপুর,পারশিমলা চকশিমলা, বড়শিমলা,সন্যাসবাড়ি,বান্দাইখাড়া এলাকার হাজার হাজার মানুষ যোগাযোগের সুফল ভোগ করতে পারবে।

এদিকে বিশাল জনঅধ্যুষিত হাটকালুপাড়া গ্রামে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা ও একটি কমিউনিটি ক্লিনিক থাকলেও ভালো রাস্তা না থাকায় শিক্ষার্থীসহ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন,আমরা দীর্ঘদিন থেকে রাস্তাটি পাকা করণের দাবি জানিয়ে আসছি। জাতীয় ও স্থানীয় নির্বাচনের সময় অনেকেই কথা দেন। কিন্তু নির্বাচনের পর আর কেউ তাকিয়ে দেখেন না।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, আমরা ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা ও জেলাতে এ রাস্তাটি পাকা করনের আবেদন জানিয়েছি। বৃহত্তর জনগোষ্ঠির স্বার্থে রাস্তাটি দ্রুত পাকা করণ করা প্রয়োজন।

হাটকালুপাড়া গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি রাস্তাটি পাকা করা হোক।রাস্তাটি পাকা হলে শুধু যোগাযোগই নয়,কৃষি,শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও ব্যাপক উন্নতি ঘটবে। এলাকাবাসীর আশা,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এ সমস্যার সমাধান করবে।

শেয়ার করুনঃ