
সাইফুল আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে মানব কল্যাণ সামাজিক সংগঠন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় সীচা মহিলা মাদ্রাসা মাঠে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আঃ হাই সিদ্দিকির সভাপতিত্বে, নুরুল মাহফুজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মাহবুব আলম ও বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অধ্যাপক বদরুল আমিন।
আরও বক্তব্য রাখেন এনসিপির সুন্দরগঞ্জের আহ্বায়ক সদস্য শাহাদৎ জামান জিকো, সুন্দরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজির হোসেন সর্দার, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, কাপাসিয়া ইউনিয়নের জামাতের সেক্রেটারি হারুণ অর রশিদ, নুরুল নাসির, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্নয়ক মুখপাত্র সুমন মিয়া, কুমকুম মিয়া, আসাদুজ্জামান বাবু, অত্রসংগঠনের সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা মোঃ আশানুর রহমান, সেক্রেটারি মোঃ শাকিল খান, সহ সেক্রেটারি মোঃ ফরিদ হাসান, কোষাধ্যক্ষ কাওসার আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক এনামুল সহ আরও অনেকে।