
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ১৭টি মিনি ড্রেজার ধ্বংস, একটি ট্রাক জব্দ ও একটি মোটরসাইকেল আটক করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার জামে মসজিদ সংলগ্ন নদীতে ওই অভিযান পরিচালনা করা হয়।
সুত্র জানায়, খরস্রোতা চেল্লাখালী নদীর বারোমারী বাজার এলাকার দুই পাড়ের তীর ভেঙে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এতে পুর্ব পাড়ের বাজার জামে মসজিদ ও পশ্চিম পাড়ের বাতকুচি সাবেক ফরেস্ট অফিস সংলগ্ন গ্রামের প্রায় ১৫ টি পরিবারের বসতবাড়ি নদী ভাঙ্গনের ঝুঁকিতে পড়ে। এরই প্রেক্ষিতে ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুসারে অভিযান পরিচালনা করা হয়েছে। নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে।