
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিআই ডব্লিউটিএ, ঘাট শ্রমিক দল পটুয়াখালী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ শনিবার বিআইডাব্লিউটিএ পটুয়াখালী টার্মিনাল ঘাট শ্রমিক দলের নেতা আনিছ গাজী ও মোঃ বশির শিকদার এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলা শাখার সদস্য পিপি মুজিবুর রহমান টোটন, পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা বিএনপির সদস্য মো. মিজানুর রহমান মিজান, জেলা জাতীয়তাবাদী মৎস্য দলের সভাপতি সাবেক ভিপি মো. শফিকুল ইসলাম শাহিন। এসময় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন সহ ইফতার অনুষ্ঠানে ঘাট শ্রমিক দলের নেতৃবৃন্দ ও জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন সমূহের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও ছিন্নমূল মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী মদিনা জামে মসজিদের ছানি ইমাম হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।