ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

কোতয়ালীতে বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়,গ্রেফতার ২

রাজধানীর কোতয়ালী থানাধীন বাবুবাজার ব্রিজ এলাকায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় আদায়কৃত টাকাসহ দুই চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।

শুক্রবার (২১ মার্চ ) দুপুর পোনে ৩ টায় কোতয়ালী থানাধীন বাবুবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মো. পারভেজ (৩০) ও মো. তছলিম (৪৮)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে উত্তোলিত চাঁদার ছয় হাজার একশত টাকা উদ্ধার করা হয়।

শনিবার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

কোতয়ালী থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে থানার একটি টহল টিম সংবাদ পায়, কোতয়ালী থানাধীন বাবুবাজার ব্রিজের নিচে ট্রাক স্ট্যান্ড এলাকায় কতিপয় চাঁদাবাজ ভয়-ভীতি দেখিয়ে কাভার্ড ভ্যান, ট্রাক, পিকআপ ও ভ্যান গাড়িসহ বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছে। এমন সংবাদের ভিত্তিতে থানার টহল টিম দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে পারভেজ ও মোঃ তছলিমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা ২/৩ জন চাঁদাবাজ কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত মোট ছয় হাজার একশত টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে ডিএমপির কোতয়ালী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন যাবৎ বাবুবাজার ব্রিজের নিচে ট্রাক স্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যান, ট্রাক, মিনি ট্রাক, পিকআপ ও ভ্যান গাড়িসহ বিভিন্ন যানবাহন হতে ভয়-ভীতি দেখিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক চাঁদাবাজদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ