
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে চুরি,ছিনতাই,ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
শনিবার (২২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল শুক্রবার (২১মার্চ) সকাল ১০টা হতে দুপুর আজ সকাল পর্যন্ত মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- জাকির (২৫), সান(১৮), আমিন (২২), রাসেল রানা (২৪), বাদশা (৩৩), আনোয়ার (২৮), মনির (২৪), রাহাত (১৯), রবিউল (২৩), নওশাদ (৩০), রাকিব (২৩), লিটন (২০), নিজাম (২৮), চান মিয়া (২০), তাসিন (২৫), শাহিদ (৪২), নাদিম (৩০), সেন্টু (৩৯), আরমান (২৩), রাসেল (৩৫), সুলতান (২০), হীরা (৩০), এরশাদ (৩৫), সামির(২১), হামজা (১৯), মাইদুল (২৪), জীবন (২০), শাহজাদা (২০), শাকিল (২৬), মো. হিরা (২৬), ইমন (২১), মানিক (২২), শাকিল (৩৫), রুবেল (২৫), আক্তার (৩২), জিহাদ (২৫), রনি (২২), মো. শান্ত (২৬), আব্দুস সালাম (২৯), মিলন (২৮), রাব্বি (৩০), ফারুক (৩৫), জামিল (৩৭), নুর ইসলাম (২৪), আরিফ (৩৭), গাজী লিটন (৩৪), নূর মোহাম্মদ (৩৬), মোহাম্মদ আলী (৪৪), ইব্রাহিম (৩৮), জোসনা (৩৫) ও সালমা (৩২)।
মেহেদী হাসান বলেন,গতকাল শুক্রবার(২১মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট হতে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে,মাদক,ছিনতাই,চাঁদাবাজী, ওয়ারেন্ট ও বিভিন্ন অভিযোগের মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে