
সরাইল উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় ১ জনকে আটক করেছেন উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটায় ব্যবহৃত একটি ভেকু ও মাটি পরিবহন কাজে ব্যবহৃত ৩ টি ট্রাক জব্দ করা হয়।
শনিবার (২২ মার্চ) দুপুরে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের আকাশি বিলের ধরন্তি নামক স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোশারফ হোসাইন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫ (১) ধারায় ভ্রাম্যমাণ আদালত রুবেল নামের একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামি রুবেল জেলার সদর থানার সুহিলপুর এলাকার মরহম আলীর পুত্র।এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোশারফ হোসাইন বলেন, নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।