
খিলগাঁও ও রামপুরা থানা শেখ রাসেল স্মৃতি সংস্থার সভাপতি শেখ মো. রফিকুল ইসলাম ওরফে রফিক এবং খিলগাঁও থানার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সুলতানকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে খিলগাঁও থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (২২ মার্চ ) সকালে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.দাউদ হোসেন গ্রেফতারের তথ্য জানান।
তিনি জানান,সুনির্দিষ্ট মামলায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে খিলগাঁও ও রামপুরা থানা শেখ রাসেল স্মৃতি সংস্থার সভাপতি শেখ মো. রফিকুল ইসলাম ওরফে রফিক এবং খিলগাঁও থানার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সুলতানকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, খিলগাঁওয়ের বাসিন্দা মো. হিরার (১৬) আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে গত ১৬ ফেব্রুয়ারি খিলগাঁও থানায় মামলাটি রেকর্ড হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই বাদীকে গুরুতর রক্তাক্ত, জখম, চুরি, চাঁদা দাবি, চাঁদা গ্রহণসহ হুকুম দেওয়ার অপরাধে ১৬৩ জনের নাম উল্লেখসহ আওয়ামী লীগ, আওয়ামী নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটসহ অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা ১৫০-২০০ জন নেতাকর্মী ও সশস্ত্র ক্যাডার বাহিনীর বিরুদ্ধে তিনি মামলাটি করেন। এ মামলায় শুক্রবার এই দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিআই/এসকে