
ফরিদপুর কোতোয়ালি থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো.মিলন মোল্লাকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দুপুরে র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুরের সদস্যরা তাকে গ্রেফতার করে।
র্যাব-১০,সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিদ্দিকুর রহমান সুমন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,এদিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার কোতয়ালী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত আসামী মিলন মোল্লাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে