
ইকবাল হোসেন,কালকিনি(মাদারীপুর) প্রতিনিধিঃঅহিংস আচরন আর নীতি নৈতিকতার প্রমান দিয়ে ব্যাপক সক্রিয়তার সাথে সাংগঠনিক কর্ম তৎপরতা চালানোর কারণে মাদারীপুরের কালকিনি উপজেলায় দিনকে দিন সাধারন মানুষের কাছে ঈর্শায়ীয় জনপ্রিয় ও গ্রহনযোগ্য রাজনৈতিক দল হিসেবে স্থান করে নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের রাজনৈতিক দলটি। তবে এক্ষেত্রে দলটির পক্ষ থেকে গ্রামগঞ্জ ঘুরে যে কাজগুলো করছে তার মধ্যে সাধারন মানুষদের মধ্যে ইসলামের আদর্শ তুলে ধরা, রমজানের পবিত্রতা রক্ষা করা,ওয়ার্ড পর্যায়ে কমিটি করে মানুষের কল্যাণে কাজ করা, সমাজবিরোধী কর্মকান্ড থেকে বিরত থাকতে সাধারন মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, গরিব অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করা, প্রাকৃতিক দুর্যোগ ও মহামারিতে নিজেদের সামথ্য অনুযায়ি মানুষের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। আর দলটির সবচে বড় যে বিষয়টি কালকিনি উপজেলার সাধারন মানুষদের মধ্যে গ্রহনযোগ্য আলোড়ন সৃষ্টি করেছে তা হলো ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত কালকিনি উপজেলায় অন্যদলে যে লক্ষনীয় বিষয় সেটি হলো তারা সাংগঠনিক কমিটি গঠনের সময় সভাপতি ও সাধারন সম্পাদক পদে পৌর এলাকার শক্তিশালী ব্যক্তিদের পদ দিয়ে কমিটি
গঠনকরে থাকে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলায় পৌরসভা ও ইউনিয়নের সম্নয় কমিটি গঠন করে থাকে। ফলে তাদের কমিটি পৌরসভা ও ইউনিয়ন ২এলাকাতেই গ্রহনযোগ্য হয় এবং সাধারন মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মাহদী হাসান সুমন ও সেক্রেটারী ক্বারী আলী আকবার সিকদার বলেন ‘ মানুষের কল্যাণে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলার সকল কর্মীবৃন্দ সক্রিয় কাজ করে যাচ্ছে। আর সাধারন মানুষের কাছ থেকে আমরা ব্যাপক সাড়াও পাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নির্দেশ মতে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে মানুষের কল্যাণে আমরা রাজনীতি করে থাকি। যেখানে রয়েছে অহিংস আচরন আর নীতি নৈতিকতা’।