
মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুরে অবস্থিত থাউজেন্ট ডেইস্ ডট লাইফ হসপিটালস্ এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল সন্ধ্যায় হসপিটাল প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাসপাতালের এনডিডি মোহাম্মদ রনি চৌধুরী, চৌধুরীপাড়া জামে মসজিদের ইমাম আব্দুস সালাম, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রায় ১৫০০ শত রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এছাড়াও বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থীর মাঝে ইফতার পৌঁছে দেন তারা।হাসপাতাল কর্তৃপক্ষের এমন আয়োজনে আনন্দিত রোজাদাররা। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়