
গাইবান্ধার পলাশবাড়ীতে আমার বাংলাদেশ পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ(শুক্রবার) উপজেলা টাউন হলে আমার বাংলাদেশ পার্টি পলাশবাড়ী উপজেলা শাখার আহবায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইচ চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল অবঃ দিদারুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠিক সম্পাদক আব্দুল বাসেদ মারজান,সমাজ কল্যান সম্পাদক অধ্যাপক মোঃ আবু হেলাল,এবি যুব পার্টির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান খোকন,এবি পার্টি গাইবান্ধার জেলা সিনিয়র সহ সমন্বয়ক মন্জুরুল হক সাচ্চা,সদস্য ও সহ সমন্বয়ক গাইবান্ধা জেলার মোস্তফা কামাল,এবি পার্টির সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক তাজুল ইসলাম,সাদুল্লাপুর উপজেলা শাখার আহবায়ক রাকিবুল ইসলাম,সদর উপজেলার সদস্য সচিব রানা মিয়া,গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মোন্তাসিম বিল্লাহ। বক্তরা দেশ গঠনে এবি পার্টির ভুমিকা নিয়ে আলোচনা করেন।
এ সময় দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।