
দিনাজপুর জেলার বিরামপুরে
পলিপ্রায়গ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিরামপুর ৭নং পলিপ্রায়গ ইউনিয়নের সায়েদুল মুরসালীন হাফেজিয়া মাদ্রাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ইফতার মাহফিলে ওয়ার্ড বিএনপির সভাপতি কোবাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্যসচিব এ্যাডভোকেট মিজ্ঞা শিরন আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, ৬নং ওয়ার্ড ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সায়েবিন আলম প্রমুখ।
ইফতার মাহফিল এর আগে ৩১দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও ইফতার মাহফিলের আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ কামনাসহ ও দেশবাসীর শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলের আলোচনা সভায় বক্তারা বলেন, সাংগঠনিক তৎপরতা বাড়ার পাশাপাশি, দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যায়ে শক্তিশালী করে নির্বাচনের মাঠে নামার আহবান জানান।