
বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা মিছিলটি পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিলাস চত্বর হয়ে পুরাতন পৌরসভার সামনে দিয়ে কৃষ্ণচূড়া মোড় হয়ে বড় মসজিদের পাশ দিয়ে গিয়ে অবকাশ মোড়ে শেষ হয়।
মিছিলে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার জনতা বর্বর ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় ইসরায়েলের পতাকা পদদলিত করা হয়। মিছিল থেকে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলা বন্ধের উদ্যোগ গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখছেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। মিছিলে অংশগ্রহণ করেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, জেলা পেশাজীবী সম্পাদক ডঃ আব্দুল্লাহীল মাহমুদ, পৌর জামায়াতের আমীর ইসাহাক আলী খান, পৌর সেক্রেটারী আল আমিন শেখসহ জেলা, উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।