
বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশের জামায়াতে ইসলামী ফুলবাড়ী শহর শাখা ও আদর্শ শিক্ষক পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার যৌথ উদ্যোগে ফুলবাড়ী মডেল মসজিদের হলরুমে শুক্রবার(২১ মার্চ) রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান এছাড়াও জামায়াত ইসলামীর ফুলবাড়ী উপজেলা শাখার বাইতুল মাল বিষয়ক সেক্রেটারি বেলাল হোসেন , সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি ইউনুস আলীসহ বিভিন্ন নেতা কর্মী বক্তব্য রাখেন।