ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
কলাপাড়া স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাহুবলে বিরতিহীন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
কোরবানির পশু জবাইয়ে ইমামদের প্রশিক্ষণ দেবে উত্তর সিটি
কোরবানির আগে ডিএনসিসির ফুটপাত মেরামতের নির্দেশ
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না’
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
পরিচয় মিলেছে নড়াইলে রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত মরদেহটির
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদীর ভাঙনে দিশাহারা কয়েক’শ পরিবার

নাজিরপুরে নিয়ম না মেনে সরকারি গাছ কাটলেন সাবেক ছাত্রলীগ নেতা

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে নিয়ম না মেনে সরকারি গাছ কাটলেন সাবেক ছাত্রলীগ নেতা স্কেন্দার সরদার (৫৫)। তার ভাষ্যমতে তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত । স্কেন্দার বাবুরহাট গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে।উপজেলার বাবুরহাট বাজারের গাছ আত্মসাৎ করার জন্য কাটা হলে স্থানীয়রা টের পেলে পুলিশের সহয়তা গাছ উদ্ধার করা হয়।

শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার বাবুরহাট বাজারে সরকারি গাছ নিয়ম না মেনে কাটা শুরু করেন স্থানীয় কয়েকজন। তবে বাজার কমিটিসহ স্থানীয় কেহ জানতেন না গাছ কাটার ব্যাপারটি এমনটি দাবী তাদের।

পুলিশ ও স্থানীয় ইউপি তহশিলদার গাছ কাটার খবর পেয়ে গাছ উদ্ধার করে বাজার কমিটির জিম্মায় রাখে। সাংবাদিকদের এমনটি জানান বাজার কমিটিসহ স্থানীয়রা।

সাংবাদিকেরা সঠিক তথ্যের জন্য স্থানীয় বয়স্ক আশ্রাব ব্যাপারী ও নাজিরপুর থানা পুলিশের এসআই পারভেজের কাছে বিষয়টি জিজ্ঞেস করলে তারা জানান, স্থানীয় এক স’মিল ব্যবসায়ী তার গাছ দাবী করে কাটেন এমন তথ্য পেয়ে। ওই স’মিল ব্যবসায়ী স্কেন্দার সরদারের কাছে বক্তব্য নিতে গেলে তিনি বাজার কমিটিসহ স্থানীয় প্রভাবশালী কয়েকজনের নাম বলেন।

এসময় স্কেন্দার সরদার দৈনিক কালের কন্ঠ, এন টিভি বুম ভেঙে ফেলার জন্য টানা হেচড়া করেন। এবং সাবেক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করে সাংবাদিকদের হুমকি দেন।

তিনি আরো জানান, কিছুদিন আগে বাজার কমিটি তাদের অফিসের জন্য গাছটি আমার কাছে চেয়েছিলো, আমি তাদের গাছটি দিয়ে দিছি। কিন্তু আজ সকালে গাছ কাটার সঙ্গে আমি জড়িত নই, বাজার কমিটি ও স্থানীয় কয়েকজন মিলে গাছ কেটেছে।

বাজার কমিটি প্রথমে জানান গাছের ব্যাপারে কিছু জানে না তারা। যেনো জিনের আচড় পরেছিলো বাজারে। পরবর্তীতে স্কেন্দার বাজার কমিটি ও স্থানীয় ইউসুফ, জহির, বদিউজ্জামানের নাম বললে সাংবাদিকদেরা বাজার কমিটির কাছে গেলে বাজার কমিটির সভাপতি গাউছুল হক জানান, স্কেন্দার তথ্য সঠিক নয়, মিথ্যা এবং ভিত্তিহীন। অতি রঞ্জিত করে তিনি এটা বলেছেন। স্কেন্দার এক সময় ছাত্রলীগের রাজনীতি সঙ্গে জড়িত ছিলো কিন্তু বিএনপি করেছে কিনা সেটা আমার জানান নাই।

এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদের ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ