
এইচ এম শহিদুল ইসলাম মোরেলগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ-শরণখোলা আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক দরিদ্র মানুষের হাতে ঈদ বস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল এর সভাপতিত্বে সঞ্চালনা করেন পৌর বিএনপি যুগ্ম আহবায়ক ফারুক হোসেন সামাদ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে. কে. গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কাজী খায়রুজ্জামান শিপনের স্ত্রী শাহরুনজ্জামান নিপা।অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আহসান ফকির ও ফকির রাসেল আল ইসলাম কৃষকদলের সাবেক সভাপতি মশিউর রহমান শফিক,পৌর শ্রমিকদল সভাপতি মাসুদ খান চুন্নু প্রমূখ।
ঈদ উপহার হাতে পেয়ে অসহায় ও দুস্থ মানুষেরা আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ তাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে।
এ সময় বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেন—
“ঈদ আনন্দ সবার জন্য। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আমার পক্ষ থেকে অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”