
রাজশাহীর বাগমারা উপজেলা জাতীয় পার্টি একক প্রার্থী হিসাবে আবু তালেব প্রামানিক মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার ( ৩০ নভেম্বর/২০২৩ ইং) বেলা সাড়ে বারো টায় উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় তাঁর সঙ্গে ছিলেন বাগমারা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি দুলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম সহ-সভাপতি বাসুপাড়া ইউনিয়ন শাখা, জালাল উদ্দিন সভাপতি ঝিকড়া ইউনিয়ন শাখা , সাজ্জাদ হোসেন সম্পাদক ঝিকড়া ইউনিয়ন শাখা, মাসুদ রানা ছাত্র সমাজ সদস্য বাগমারা উপজেলা শাখা।
এছাড়াও ১৬ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভার সর্ব স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।