
কুড়িগ্রামে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ’এর লক্ষে পাট চাষিদের প্রশিক্ষণ ও পাট বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দিনভর সদর উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কুড়িগ্রামের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ শেষে পাট বীজ বিতরণের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন ।
এ সময় জেলার পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আসাদুজ্জামান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কুড়িগ্রামের উপ-পরিচালক (টিসি) মিজানুর রহমান, কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরীন, কুড়িগ্রাম উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা খাদিজা খাতুন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ কর্মশালায় কৃষকের অর্থকারী ফসল পাটের আঁশ এবং পাট বীজ উৎপাদনের জন্য পাট বীজ সংগ্রহ, জমি নির্বাচন, জমি তৈরি, বীজ বপণ, আন্তপরিচর্যা, সার ও বালাই নাশক প্রয়োগ, রিবন রেটিং পদ্ধতি ও প্রচলিত পদ্ধতির উন্নত প্রয়োগ, পাটের গ্রেডিং সংরক্ষণ ও বাজারজাতকরণ পদ্ধতির বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন বক্তারা। প্রশিক্ষণ শেষে পাট চাষিদের মাঝে পাটের তৈরি ব্যাগ, সার ও পাটবীজ বিতরণ করা হয়।