
পঞ্চগড়ের ভজনপুরে পোস্ট অফিস দখল করে দোকান ঘর নির্মানের অভিযোগ উঠেছে ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসলিম উদ্দিনের বিরুদ্ধে।
সম্প্রতি তিনি ওই পোস্ট অফিস ঘরসহ জায়গা রাতের আধাঁরে দখল করে দোকান ঘর নির্মান করেছেন। এতে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা জানান, ঘরটিতে কয়েক যুগ ধরে পোস্ট অফিসের কার্যক্রম চলে আসছিল। কয়েকদিন আগে হঠাৎ করেই ইউনিয়ন পরিষদের জমি দাবী করে।পরে রাতের আধাঁরে চেয়ারম্যান তার লোকজন দিয়ে দখল করে ভেঙ্গে দিয়ে তিনটি দোকান ঘর নির্মান করে। স্থানীয়দের অভিযোগ পোস্ট অফিসটি না থাকলে এলাকার মানুষের বিভিন্ন ভাইভা কার্ড, ব্যাংক, এনজিওর চিঠিপত্র আদান প্রদানে বিপাকে পড়তে হবে।
পোস্ট মাস্টার মো.কারিমুল ইসলাম বলেন, এটি কমিউনিটি ক্লিনিক ছিল। তবে জমিটা প্রাইমারি স্কুলের। আমার আগের পোস্ট মাস্টার এখানে ৩১ বছর কার্যক্রম চালিয়েছে। আমি ২০২১ সাল থেকে কার্যক্রম করছি। হঠাৎ করেই ভজনপুর ইউনিয়ন পরিষদ তাদের দাবী করে,অফিসটি ছেড়ে দিতে বলেন। পরে গত মাসের ২৫ ফেব্রুয়ারি রাতে দরজার তালা ভেঙ্গে অফিসের যাবতীয় সরকারি নথিপত্রসহ মালামাল পরিষদের রুমে নিয়ে রাখে। ঘরের টিন কাঠ খুলে চেয়ারম্যান তার বাড়িতে নিয়ে যায়।বর্তমানে পরিষদের একটি রুমে কার্যক্রম চলছে তবে সেটাও ছেড়ে দিতে বলেছেন মেম্বার।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মসলিম উদ্দিন জানান, জমিটা খাস। এজন্য সেখানে দোকান ঘর করে ভাড়া দেওয়া হবে। এতে পরিষদের কিছু আয় হবে।কারিমুল পোস্ট মাস্টার না, সে সম্মানি ভাতা দিয়ে কাজ করেছে, পাশাপাশি সেখানে ফেক্সিলোডের দোকান পরিচালনা করছিল। তবে
পোস্ট অফিসের জন্য পরিষদের একটা রুম দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন, সরেজমিনে গিয়ে আমি চেয়ারম্যানকে বলে আসছি, আপনি কোন রকমে ঝামেলায় যাবেননা। পোস্ট অফিস ছিল তাদেরকে দিয়ে দেন। তবে শুনেছি সেটা ইউনিয়ন পরিষদের জায়গা।