
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল চারটা পর্যন্ত ৫ প্রার্থী ও গতকাল বুধবার ১ প্রার্থী সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেনের কাছে এসব মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র দাখিলের সময় নেতাকর্মীরা অনেকটা উচ্ছ্বসিত ছিলো।
মনোনয়ন দাখিলকারী প্রার্থিরা হলো আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যক্ষ মহিববুর রহমান মহিব, স্বতন্ত্র প্রার্থী সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, স্বতন্ত্র প্রার্থী সাবেক ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, সাবেক এমপি আনোয়ারুল ইসলামের পুত্র আবদুল্লাহ আল ইসলাম লিটন ও জাসদের মনোনীত প্রার্থী বিশ্বাস শিহাব পারভেজ মিঠু। এদিকে পটুয়াখালী জেলা রির্টানিং কার্যালয়ে গতকাল বুধবার মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এবি মান্নান। প্রার্থীরা নিজ নিজ জয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যাক্ত করেন।